Saturday, May 9, 2020

#গো_করোনা_গো ( ১9 ) - আজ পর্যন্ত। .......




 #গো_করোনা_গো ( ১9 ) - আজ পর্যন্ত। ....... 

-- আজ পঁয়তাল্লিশ  দিন গৃহবন্দী ( মাঝে মাঝে গ্রসারি ) 
-- আমেরিকায় আটষট্টি হাজার লোক মারা গেছে করোনায় আর বিশ্বে আড়াই লক্ষ আর দেশে মারা গেছেন দু পাঁচজন। 
-- বাইরে মাস্ক ছাড়া বেরোনো আইনত অপরাধ তাই জাঙ্গিয়া মুখে পরেও লোকে বেরোচ্ছে 
-- লাল বাঁদরের মতো দেশে পেছন লাল করে মানুষ ঘুরছে 
-- লাল জোনে যে শহর গুলোর নাম পড়েছে তারা সবুজ জোনের মদের দোকান খোলা দেখে রেগে লাল হয়ে গেছে।   
-- জটলা দেখলেই রাজনীতির গন্ধ পেয়ে ছুটে যাচ্ছে সোশ্যাল পুলিশ , খ্যাঁক খ্যাঁক করলেই বলছে আমরা কি চা খাবো না ? 
-- মানুষ এখনো মনে করছে তাদের ভগবানে বাঁচাবে 
-- রমজানের চাঁদ দেখে শেরি করতে বাড়িতে বাড়িতে হচ্ছে ভিয়ান 
-- ওপাড়ার মামনি এপাড়ার চাঁদুকে চুমু না খেয়ে আজও ঘুমোতে পারছে না। .. ফ্লাইং কিস 
-- তেইশ ডিগ্ৰীৱ ওপরে না বাঁচা ভাইরাস চল্লিশ ডিগ্রিতে লোককে নাকানি চোবানি খাওয়াচ্ছে 
-- দান করে সেলফি তুলছে লোকে , থ্যাঙ্কু না বললে থাপ্পড় 
-- কাঁসর ঘন্টার জায়গায় থালা বাজিয়ে মিছিল বার করা জনতার রোডিস এ আর কোনো টাস্ক দিচ্ছে না সুপারম্যান 
-- ব্লিচ শরীরে ইনজেক্ট করলে ঠিক কি হবে তা নিয়ে চলছে গবেষণা 
-- বন্দুক উঁচিয়ে সব খুলে দেওয়ার জন্য জনতা নেমেছে রাস্তায় 
-- মদ পাচ্ছে না বলে দেশের অর্থনীতি খুব খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছে দেশবাসী 
-- মদ পাচ্ছে বলে আমেরিকায় সবার নাক লাল 
-- সবাই রাঁধছে ও খাবারের ছবি দিচ্ছে ( সাজানোর চক্করে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে) 
-- ঘরে বসে খেয়ে খেয়ে ওজন বৃদ্ধি হচ্ছে আর হাঁটুতে সমস্যা বাড়ছে 
-- ওয়ার্ক ফ্রম হোম থাকলেও ভয়ঙ্কর সক্রিয় মানুষ হোয়াটস্যাপ ফেসবুকে 
-- চিকেন চাউমিন চিলি ফিস খেতে খেতে চাইনিস মোবাইলে চাইনিস দ্রব্য বয়কট করার আর্জি জানাচ্ছে সবাই 
-- দিনান্তে সবাই সবাইকে পরিষ্কার থাকার জ্ঞান দিচ্ছে 
-- গরিবের কি হবে সেই বুক ফাটা আর্তনাদ ধীরে ধীরে কমে যাচ্ছে ফেসবুকে 
-- সবাই হাতে বাইনোকুলার নিয়ে বসে আছে 
-- ঝাড়ি মারা আর টোন টিটকিরি বন্ধ হয়ে যাওয়ার জন্য নারীবাদ আপাতত গুটিয়ে আছে 
-- সমস্ত ইসম আর বাদ আপাতত বাদ দিয়ে সবাই বাড়িতে বৌয়ের ঝাড় খাচ্ছে 
-- ঘরে ঘরে চলছে প্রস্তুতি ডিভোর্সের 
-- বারান্দার টাইম ল্যাপ্স ভিডিওতে একটু ধুলো পর্যন্ত নড়ছে না 
-- রাস্তা ঘাটে দইওয়ালার ঘুরে বেড়াচ্ছে আর অমল বসে আছে জানলা ধরে 
-- আমেরিকাতে বসন্ত এসে গেছে বলে স্প্রিং ব্রেকে ফ্লোরিডায় বিকিনি ধরতে করোনা ছুঁড়ে মারছে সবাই 
-- বনগাঁ লোকালের ডেলিপ্যাসেঞ্জার ওয়ার্ক ফ্রম হোম পেয়ে স্টেটাস দিচ্ছে "বোরড লাইক হেল " 
-- ওজোনের ফুটো বন্ধ হয়ে গেছে 
-- স্যানিটাইজার এখনো পাওয়া যাচ্ছে না কারণ অনেকেই চরণামৃত করে খাচ্ছেন 
-- বাথরুম টিসু নিয়ে ফুটবল খেলছেন মানুষ আর কিছু লোক গু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন 
-- যদি হঠাৎ কালকে প্রতিষেধক বেরিয়ে যায় , সবাই ছোট ছোট ঘুমটি খুলতে পারে বাড়ির ব্যালকনিতে 
-- হাত ধুয়ে ধুয়ে হাতে হাজা হয়ে গেছে কিন্তু ওষুধ নিতে গেলেই করোনা ধরবে 
-- সব স্কুল পড়ুয়া পাস্ করে গেছে আর বাবা মা রা বাঁশ খেয়ে গেছে 
-- যারা গায়ক নয় তারা গাইছে , যারা বাদ্যকার নয় তারা বাজাচ্ছে আর যারা লেখক নয় তারা আমার মতো লিখে সময় নষ্ট করছে আর হ্যাজাচ্ছে। ............ 

No comments:

Post a Comment