Saturday, February 1, 2014

আর হবে না যাওয়া


এইতো  ছিল  , নেইত  কোথাও  , পাচ্ছি  নাকো  খুঁজে ;
ভগবান  জানে  কোথায়  আমি  দিয়েছি  মোজা  গুঁজে ;
কোথায়  গেল  wallet, আমার  কোথায়  গেল  ঘড়ি ,
সারা  ঘরে  দেখছি  শুধু , বই  এর  ছড়াছড়ি
ফাটছে  শরীর  ঠান্ডার  চোটে , পাচ্ছি   নাকো  jacket,
হারিয়ে  গেছে  রান্নাঘরে , cornflakes এর  packet
সাবান  গেছে  ফুরিয়ে , কিন্তু  inventory কোথায়
monkey টুপি  হারিয়ে  গেছে , পরবো  টা  কি  মাথায়
কি  জ্বালাতন  , চিরুনি  কোথায়  cream ও  গেছে  হারিয়ে
এমন  জায়গায়  paste ফেলেছি , দিলাম  আমি  মাড়িয়ে ;
রুমাল   গুলো  কোথায়  গেল  , tiffin বাক্স  হওয়া
ভিম  বার  শেষ  এবার  থেকে  paper plate এ  খাওয়া  .
আজকে  meeting, tie লাগবে , sure  কোথাও  দুলছে ;
উফ  পারিনা , চাবির  গোছা , কোথায়  এখন  ঝুলছে ;
office বেরোনো  বরই  কঠিন , কিছুই  না  যায়  পাওয়া
এই  শেষ  বার  , আর  হবে  না  তোমার  বাপের  বাড়ি  যাওয়া  ... 

No comments:

Post a Comment