Saturday, January 4, 2014

বলছে মোটা

বলছে মোটা , দিচ্ছে খোঁটা , যেই দিয়েছি ফটো,
হয়েছি মোটা , বেশ করেছি, জ্ঞান দেওয়া হলে ফোটো।
চর্ব্য চোষ্য লেহ্য পেয় এই না হলে জীবন,
চরম ক্ষুধার পরম তৃপ্তি রসস্বাদের প্লাবন।
কিসের স্বার্থে দিবা রাত্রে চক্ষু মনিটর পানে,
ঘর্ম ছুটিয়ে কর্ম করছি কিসের এত টানে।
হরেক পাত্রে, সাজিয়ে রাত্রে যখন আসে খাদ্য,
তখন দেখি মিলিয়ে দিয়েছি জীবন উপপাদ্য।
মত্স্য বরাহ পক্ষী সকল প্রাণ দিয়েছে যারা,
মম জিহ্বার স্পর্শেচরম হরষে উত্ফুল্লিত তারা।
কারণ জানো , তাদের মরণ দিইনি হতে বৃথা,
তাদের স্মৃতি বইছি শরীরে , ভুলিনি তাদের কথা।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে,
এত লোকের চালাচ্ছি পেট , রাখছি তাদের পেটের ওপরে।
চাষী, কসাই, রাঁধুনি, বৈদ্য সকলের তরে সঁপেছি প্রাণ,
তাদের জীবিকা চালিয়ে যাব, শরীরে যতদিন রয়েছে যান।
নিজে খাও আর পরকে খাওয়াও এই জীবনের motto
হয়েছি মোটা , বেশ করেছি, জ্ঞান দেওয়া হলে ফোটো

No comments:

Post a Comment