Saturday, December 30, 2017

নিউ ইয়ারের ঠিক আগে


আর কিছুক্ষন, তারপরেই বছর শেষ।  যাহ এই বছরটাও শেষ হয়ে গেলো।  কিছুই তো করলাম না।  যা যা শুরু করেছিলাম বছর শুরু হওয়ার সময়, সবই অর্ধেক শেষ করে রেখেছি।  কোনোটাই এচিভ করা হয় নি।  ভুঁড়ি কমেনি, গার্লফ্রেন্ড হয়নি , রবীন্দ্র রচনাবলী শেষ হয়নি , মাইনে বাড়েনি , নলেজ যে কে সেই , সেভিংস যতটা টার্গেট ছিল তা হয়নি , দিল্লি এখনো ঘোরা  হয়নি , এখনো ট্রাই গ্লিসারাইড হাই , দিনে এখনো ছটা সিগারেট , বাড়ির লোন এখনো শোধ হয়নি , উইকেন্ড এলেই মদ টানি  , চাকরি পাল্টানো হয়নি , প্রথম শেয়ার কেনা তো ছাড় ডিম্যাট একাউন্ট এখনো খোলা হয়নি , ফ্যামিলি ফাইন্যান্স এখনো ঠিক করে উঠতে পারিনি , সব কিছু অগোছালো হয়ে আছে , স্প্যানিশটা এখনো শেখা হয়নি , রোজ চারপাঁচখানা ফেসবুক শেয়ার না করলে ভাত হজম হয়না।  সব মিলিয়ে কিছুই করে উঠতে পারিনি।  ধুর ধুর।  সবাই বলে গোল সেটিং ইস ইম্পরট্যান্ট। কিন্তু গোল সেট করে সেটা তো এচিভ করতে হবে।  এদিকে বছর শেষ হতে চললো।  কিছুক্ষনের মধ্যেই চালু হবে হ্যাপি নিউ ইয়ার।  কিজন্য হ্যাপি।  বছর শেষ হয়েছে তাই।  বছর শেষ মানেই তো আরো একটু বুড়ো হয়ে গেলাম।  গ্লাস হাফ এম্পটি না হাফ ফুল।  হাফ ফুল তারা বলবে যারা কিছু করেছে।  আমি তো শালা কিছুই করিনি।  হ্যাঁ হাজার হাজার ফেসবুক পোস্ট লাইক করেছি , টুইটারে রিটুইট করছি , চুটিয়ে ৩-৪ মিনিটের ভিডিও দেখেছি , অন্যের পোস্ট এ কমেন্ট করেছি , কমেন্টের আবার রিপ্লাই করেছি , উত্তেজিত হয়ে ঝগড়া করেছি তাও ফেসবুকে , রেপ - সাম্প্রদায়িকতা - জাতিবাদ-ফেমিনিজম  এসব নিয়ে ভ্যাজাল বকেছি , আমার মতো দেশেরও কিছু হবে না ঘুরিয়ে ফিরিয়ে সেটাই প্রমান করার চেষ্টা করেছি , ননভেজ প্রমোট করেছি ভেজেদের কাছে  , সূর্য যখন মধ্যগগনে তখন অফিস গেছি আর চাঁদ যখন মধ্যগগনে তখন অফিস থেকে ফিরেছি , ফ্রেশার্স দের জ্ঞান দিয়েছি ( যেগুলো নিজের জীবনে কখনও কাজে লাগাইনি ) , ম্যানেজার দের  গালাগাল খেয়েছি ,  দেশের কি হবে সেই ভেবে রাতের ঘুম শেষ করেছি।  কাজের কাজ কিন্তু কিচ্ছু করিনি।  কালকে যখন নতুন বছর শুরু হবে আমি কি করবো - লেবুজল আর ডিস্পিরিন খেয়ে নেশা তাড়াবো।  আজ সারা রাত নাচানাচি , কাল হ্যাংওভার।  এই হ্যাংওভার চলবে সারা বছর।  কিন্তু নাহ ,  কিছু একটা করতে হবে। জীবন কি আর এরকম চলবে।  বয়স তো বাড়ছে।  কিন্তু সব ভালো জিনিস একসাথে করবো কি করে।  শিফট চেঞ্জ হতে থাকে , কখনো মর্নিং কখনো ডে কখনো নাইট।  নিয়ম করে এক্সারসাইজ করাটাই তো অসম্ভব।  আর নিয়ম করে করলেই তো তবে এক্সারসাইজের উপকারিতা। জীবনে সকালে উঠিনি , সকালের ঘুমটা সবথেকে সলিড ঘুম হয়।  রাতে জেগে থাকাটা সহজ , ঝাঁকের কৈ হওয়া আর কি।  প্রোমোশনের জন্য প্রচুর খাটতে হবে সাথে গ্যালন গ্যালন তেল কিনতে হবে।  ওই তেল কিনতে নানা ক্লাবে মদের পেছনে প্রচুর পয়সার অপচয়।  তাহলে ফ্যামিলি ফাইন্যান্স ঠিক থাকবে কি করে , আর ফাইন্যান্স মেন্টেন করতে কারপুল করতে হবে।  কারপুল করলে সময়ে আসা সময়ে যাওয়া চাই।  অথচ সময়ে ফেরত আসা ম্যানেজারের পছন্দ নয়।  প্রমোশানে প্রব্লেম।  ভিসিয়াস সার্কেল।  ম্যানেজার ফোঁকে বলেই সিগরেটটা ছাড়তে পারছি না। ছুটিগুলো জমেই যায় আর পচে যায়।  কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনা শুধু মাত্র কাজের চাপে।  জানি মানুষের তৃতীয় হাত অজুহাত।  কিন্তু নিজের দীর্ঘসূত্রী অকর্মণ্যতা কিছু ভাবে তো ঢাকতে হবে।  প্রতিবার এই নিউ ইয়ার রিসোলিউশন একটা প্রচন্ড পিয়ার প্রেসার।  কেউ কেউ আবার মোটিভেশনের জন্য হোয়াটস্যাপ গ্রূপ বানিয়েছে।  সারা বছর চুপচাপ ছিল , এখন টুং টাং করে আস্তে আরম্ভ করেছে , দুটো ছবি পাশা পাশি - পয়লা জানুয়ারী - একত্রিশ ডিসেম্বর - বিফোর আফটার - ভুঁড়িওয়ালা - শুঁটকি , ডবল কোটেড “রিচ্ড ফাইন্যান্স গোল” , সেভেন্টিন এচিভমেন্ট ইন টোয়েন্টি সেভেন্টিন, থ্রি সিক্সটি ফাইভ ডেস উইদাউট এলকোহল , ফাইনালি লেফট স্মোকিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।  সাথে গোদের ওপর বিষফোঁড়া সবাই অন্যের বৌ বা গার্লফ্রেন্ড কে ট্যাগ করছে।  আমিও গাঁতোন খাচ্ছি।  গাঁতোন খাচ্ছি আর উদ্বুদ্ধ হচ্ছি।  প্রত্যেকবারই হই।  ইন্টারনেট এ টপ ট্রেন্ডিং নিউ ইয়ার রিসোলিউশন খুঁজে বার করি আর নিজের খেরোর খাতায় লিখে রাখি।  নিজের সাথে না মানালেও চলবে , ট্রেন্ডিং ইম্পরট্যান্ট।  হ্যাশট্যাগ গাঁজা_ছাড়বো ইত্যাদি আর কি।  কিন্তু এবার উদ্বুদ্ধ হচ্ছি , কিছু রিসোলিউশন না করার।  এবার একেবারে জিহাদ এগেনস্ট দা সোসাইটি। সবার থেকে আলাদা কিছু না করলে কেউ পাত্তাই দেয়না।   শুধু নিজের জন্য একটাই গোল সেট করবো যা হবে স্মার্ট গোল।  এস ফর স্পেসিফিক , এম ফর মেসরেবল , এ ফর এচিভবল , আর ফর রেলিভেন্ট , আর টি ফর টাইম বাউন্ড। কিন্তু গোলটা কি হবে।  আমার জীবনে যে কিছু হবে না সেটা আমি ভালো করে জানি। সেই ধোঁয়া হয়েই উড়ে যাবো পাগলা যগাইয়ের মতো। গোল সেট করে খামোখা জীবনকে ব্যতিব্যস্ত করে তোলার কোনো মানে হয় না ।  গোল মানেই তো উদ্যেশ্য স্থির, আর উদ্যেশ্যের পেছনে দৌড়ানো।  তার থেকে সারপ্রাইস ভালো না ? সেই গোল সেট করা উচিত যা জীবনকে সৌন্দর্যময় করে তোলে।  তাই আমার গোল হলো , “আমি সারা বছর রোজ রাতে ন ঘন্টা ঘুমাবো” এক্কেবারে স্মার্ট গোল।  সব কিছু আছে।  নেই শুধু লোক হাসানো প্রমিসের চক্কর।  আমি জানি লোকে এতে অনেক ধরণের টিপ্পনি কাটবে।  কিন্তু তবু আমি বেকার হবো এটাই আমার এম্বিশান।  হ্যাপি নিউ ইয়ার।       


ঠিক আগে সিরিজ

No comments:

Post a Comment