Saturday, January 4, 2014

শুনতে পেলাম করছ বিয়ে



শুনতে পেলাম করছ বিয়ে এই ফেব্রুয়ারী মাসে,
তা বেশ ভালো বসন্ত কাল, মন ফাগুন রঙ্গে ভাসে।
হালকা শীতে জমিয়ে পিরিত, কচি বৌএর সাথে,
মিষ্টি হেসে দুষ্টুমিতে হাত টা নিয়ে হাথে।
সকাল বেলা গরম চায়ে নরম হাথের ছোয়া,
নিজের দিনটা ভাবলে পরে আজও দন্ডায়মান রোঁয়া।
ফুলের গন্ধে রন্ধ্রে রন্ধ্রে রঙিন ইচ্ছা সাজে,
কলম থামে খাতার মাঝে, মন বসেনা কাজে।
থাক সে সব সুরসুরি , দশক পুরানো স্মৃতি,
তুমি নতুন করছ শুরু হও তুমি বাছা কৃতি।
দশটি বছর কেটে গেল ভুলের মাশুল গুনে,
মাসটা শুধু খরচে বড় এইটা রাখো শুনে।
শুধু কোরোনা বিয়ে ষোলো তারিখ এইটা বলে যাই,
একবার এই ভুলটি করলে দম নেবার উপায় নাই।
ভ্যালেনটাইন Frankenstein, সরস্বতীর বীনা
মাইরি বলছি Anniversary পর্যন্ত কিছুই বাঁচবেনা।
বছর বছর শোষণ হবে, বছর শুরুর সাথে,
পুজো পর্যন্ত শুকিয়ে পাঁপর সাধের আলুভাতে।
রঙের পিরিত ঝরবে যখন, করবে অর্থ বিয়োগ,
বুঝবে তখন বসন্ত এক মারাত্মক রোগ।
তবু করছ যখন বিয়ে ফাগুনে , কি আর বলব ভাই,
শুধু আশা করি এই মাসে তোমার বৌয়ের জন্মদিন টা নাই .........

No comments:

Post a Comment