Wednesday, November 23, 2016

ইচ্ছা করে

ইচ্ছা করে পদব্রজে অসীম পথে চলি,
বনমধ্যে বিনা বাধ্যে তৃণগদ্য দলি।
ইচ্ছে করে চিরহরিৎ দিগন্ত পার করে ,
হাতের ওপর হাত রেখে হরেক কথা বলে।
ইচ্ছে করে অলস বেলায় নদীর ঢেউয়ে মেতে,
জলের খেলায় বাতাস দোলায় প্রাণবাদ্য পেতে।
ছেঁড়া ঘাসের নৌকাপানে মোহর চোখ রেখে,
সময় রবে নীরব হয়ে মোদের দেখে দেখে।
ইচ্ছে করে ঝিনুক জমা সাগর পারে তুমি ,
কোমল পায়ের ছাপ রাখা ওই বালির অঙ্গ চুমি।
ইচ্ছে করে শিলাচিত্র উচ্চতায় আঁকি ,
তোমার সাথে হরেক শৃঙ্গ বিজয় করতেথাকি  থাকি।
ইচ্ছে করে চন্দ্রদুগ্ধে সিক্ত  তোমা করে ,
আকাশ ভরা সূর্য তারায়  শৃঙ্গার করি তোরে।  
ইচ্ছা সবই অন্তরে আর বদ্ধ প্রেমের অন্দরে,
কোথায় তুমি লুকিয়ে আছো ইচ্ছামৃত্যু বন্দরে।  

No comments:

Post a Comment