Sunday, September 25, 2016

অনিমেষ ও তৃনা

সামনে দিয়ে বয়ে যাওয়া সময়ের নির্নিমেষ গতির দিকে তাকিয়ে 
অনিমেষ হঠাত করে ভুলে গেছিল দিনগুলি পার হয়ে গেছে অগোছালো ভাবে। 
কৈশোর পর্যন্ত মনে আছে।
তার পর তারুণ্য আর যৌবন যেন কিছুতেই মনে পরছেনা তার। 
পেছন ফিরে দেখতে গেলে শুধু একটা রেস ট্র্যাক এ ঘাম ঝরানো দৌড় --
ভেসে উঠছে চোখের সামনে। 
আর ভেসে উঠছে তৃণার  মুখ।
মিষ্টি হেসে প্রথম বার কলেজ ফেস্ট এ যখন তৃনা বলেছিল -- 
"শুধু তোমাকে চাই"
তখন স্টেজের নিচে দাড়িয়ে ; 
এক রাশ রকবাজ বন্ধুর টিটকারীর  মাঝে মনে হয়েছিল , 
সেটা যেন তাকেই  সে বলছে।
তার সেই চাওয়া আজও শেষ হয়নি। 
হাজার স্মৃতির সাথে সে চেয়ে নিয়েছিল - 
তার  তারুণ্য , তার  যৌবন।
নিজের অস্তিত্ব কে অপরের চাহিদার প্রাপ্তি হিসেবে ভাবতে , 
সেই প্রথম শিখেছিল সে ।
নাম দিয়েছিল  প্রেম।
আজ যখন প্রেম পরিবর্তিত হলো সহাবস্থানে , 
তখন নিজের পানে তাকিয়ে দেখে অনিমেষ ...
শেষ হয়ে গেছে তার যৌবন, তার তারুন্য।
পরে আছে এক রেস ট্র্যাক এ দৌড়ানোর স্মৃতি।
যার পুরস্কার তার জন্য নয়। 
তার অস্তিত্ব তার জন্য নয়। 
সব সে ঢেলে দিয়েছে পাশে শুয়ে থাকা একরাশ স্মৃতির সান্নিধ্যে। 


   

No comments:

Post a Comment