Tuesday, August 30, 2016

ছাড়তে হবে


সামনে পরীক্ষা, এবার সারাদিন ঘুরে বেড়ানো ছাড়তে হবে।  সামনে কলেজ ক্যাম্পাসিং , রাত জেগে পড়তে হবে, বিকেলের আড্ডাটা ছাড়তে হবে।    কলেজে ভুল ভাল কোম্পানি এসেছে , বাইরেই চেষ্টা করতে হবে।  কলেজের ওপর ভরসা করা ছাড়তে হবে।  কলেজ শেষ এবার চাকরি না পেলেই নয়।    পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, বেরোতে হবে।  রাজ্যের ওপর ভরসা করা ছাড়তে হবে।  চাকরি পেলাম শেষ মেশ।  এবার ট্রেনিং। এ তো আর কলেজের মতো টুকে পাশ নয়।  নাঃ এবার আর শেষ মুহূর্তের পড়াশোনা করা ছাড়তে হবে।  শহরটা মুম্বাই অফিসের কাছে বাড়ি পাওয়ার আশা ছাড়তে হবে।  ম্যানেজার রাট পর্যন্ত অফিসে বসে থাকে , রেটিং পেতে হলে তাড়াতাড়ি বাড়ি ফেরা ছাড়তে হবে।  reactive নয় proactive হলে তবেই লোকে চিনবে , একমনে এক পাশে বসে কাজ করা ছাড়তে হবে।  বিয়ে করতে হবে একা একা থাকা ছাড়তে হবে।  বিয়ের পয়সা কৈ, হয় অনসাইট নয় কোম্পানি ছাড়তে হবে।  বিয়ের আগেই অনসাইট , বিয়ের পরে বৌকে কিছুদিন ছাড়তে হবে।  বিয়ে হয়ে গেছে নিজের ইচ্ছাগুলো ছাড়তে হবে।  ক্লায়েন্ট এর সাথে ইংরেজি ছাড়া চলে না, আনন্দবাজার আর দেশ ছাড়তে হবে।  আমেরিকায় গাড়ি ছাড়া চলে না। সাইকেল চালানো স্কিল নিয়ে স্টিয়ারিং ধরে ভয় পাওয়া ছাড়তে হবে।  তিন তিন ড্রাইভিং টেস্ট এ ফেল , এবার না হলে বৌ ই শিখবে আমার গাড়ি চালানোর শখ ছাড়তে হবে।  শিক্ষিতা বৌ বাড়িতে বসে রান্না করবে , পাগল বৌ এর থেকে অফিস বৌ ভালো, বৌ কে কাজ করতে ছাড়তে হবে। প্রজেক্ট শেষ এবার এই শহর ছাড়তে হবে।  গিন্নি দেশে ঘুরতে যাবে , আমার যাওয়া হবে না, নতুন প্রজেক্ট , গিন্নিকে একই ছাড়তে হবে।  গিন্নির  অন্য শহরে অফিস এক সঙ্গে থাকার ইচ্ছা ছাড়তে হবে।  প্রতি উইকেন্ড এ গিন্নির কাছে যেতে হবে , তাই উইকেন্ড এ বন্ধুদের পার্টি ছাড়তে হবে।  একা থেকেও খুশি থাকতে হবে রিলাক্স করা ছাড়তে হবে।  কাজে ডুবে থাকতে হবে।  বাড়ি থেকে ফোন করে নিত্য ঘ্যান ঘ্যান ফোন করাটাই ছাড়তে হবে।  এক কোম্পানি তে অনেক দিন হলো এবার অন্য কোম্পানি চাই , পুরানো কোম্পানি ছাড়তে হবে।  দু বছর চেষ্টা করেও যখন অন্য ভিসা হলো না তখন ভিসার আসা ছাড়তে হবে।  বয়স তো অনেক হলো সংসার বাড়াতে হবে দুজনা দু জায়গায় থাকা ছাড়তে হবে।  গিন্নির ট্রান্সফার সম্ভব নয় তাই আমাকেই আমার কমফোর্ট zone ছাড়তে হবে।  এবার বাবা হয়ে গেছি এবার আমার শখ আহ্লাদ ছাড়তে হবে। আমার ভিসা শেষ এবার তো এই দেশ ছাড়তে হবে।  গিন্নি বলে দিয়েছে আমি এখানেই থাকবো তাহলে বৌ বাচ্চা ছাড়তে হবে।  যাওয়ার দিন কচি হাত গুলো এগিয়ে এলো , কিন্তু এই ভয়ঙ্কর মায়া  ছাড়তে হবে। দেশে ফিরে কালচারাল শক।  যে কমফোর্ট এ ছিলাম তার আহ্লাদ ছাড়তে হবে।  লোকে জামা পাল্টানোর মতো কোম্পানি পাল্টাচ্ছে , আমি পাল্টালে ফিরতে পারবো না , তাই নতুন ভাবে ওপরে ওঠার ইচ্ছা ছাড়তে হবে।  মদ সিগারেটে ভুলে ছিলাম সব কিছু হঠাৎ করে ব্লাড প্রেসার এসে গায়ে লাফিয়ে পড়লো।  এবার দেখছি ওগুলোও ছাড়তে হবে।  নাহলে বাকি সব কিছু ছেড়ে কেটে পড়তে হবে।  ....

No comments:

Post a Comment