Sunday, March 23, 2014

হাসি কান্না

 সিক্ত নয়নে , অর্ধ শয়নে ছিলাম আমি  বসে 
 মনের মধ্যে , যত্ন করে , দুঃখগুলো  পুষে 
 আসলো পাশে , আলতো হেসে , বলল ভালবাসি 
 বদলেতে চাইগো শুধু  তোমার  মুখের  হাসি 
 বললাম  আমি," উদাস  মনে ,হাসব  কেমন করে"
 বলল হেসে , যেমন  কান্দ ঠিক  তেমন করে.
 হাসি কান্না  একই  ছবি  ভিন্ন অনুভূতি 
 দুটি  উপায় মনের তৃপ্তি নিঃস্ব  পরিনতি.
 এখন আমি  আয়না সমুখে দুখের জলে  ভাসি ,
 আনন্দাশ্রু গড়িয়ে চলে , নিজের পানে তাকিয়ে  আমি অট্যহাসি হাসি.

Friday, March 14, 2014

দুখের সাথে সুখ

দুখের সাথে একটু সুখ,  দেব তোমার পাতে,
কান্না চেপে দমকা হাসি চাপবে তুমি হাতে,
যখন সকল  বন্ধ পথের , সামনে তুমি দাড়িয়ে
একটু এল তখন দেব শতেক যোজন ছাড়িয়ে।
জয়ের মালা রাখব দুরে, ভয়কে রাখব আগে,
জাগবে তুমি ভোরের আঁধারে সূর্যের অনুরাগে।
রাত্রির শেষে দিন আসবেই, দিনের শেষে রাত।
ক্লান্ত  নিঃস্বার হলেই কর্মঠ হবে হাত,
যদি পর ভেঙ্গে, শোনিতে রেঙে, চাওনা যদি কিছু,
কেমন করে সাফল্য আসবে হারের পিছু পিছু।
তাইত তোমায় দুঃখ দেব সুখের সাথে সাথে,
শুধু তুমি চেষ্টা কর, পড়ুক কড়া হাতে।
দেখবে যখন ফুটবে আলো সকল দুঃখ দুরে,
বসুন্ধরা করবে নৃত্য তোমার বাঁধা সুরে।

 ০৩/১৪/২০১৪