Tuesday, May 1, 2018

ব্রিটিশের বাচ্চা



ডাচেস অফ কেমব্রিজ তৃতীয় ডিম পেড়েছে আর বিশ্ব জুড়ে নাচানাচি। দ্বিতীয়টার সময়ও একই নাচানাচি হয়েছিল। নাক কুঁচকে ভুরু উল্টে ইগনোর মেরে দিয়েছিলাম। কিন্তু টুইটারে , ফেসবুকে , প্রথম পাতায় , প্রাইম টাইমে এতবার করে দেখাতে লাগল যে এই লেখাটা না লিখে পারলাম না । রাজপুত্রের বাচ্চা হয়েছে বলে নাকি সবাই উচ্ছাসে ফেটে পড়ছে। কে রাজা ? কোন রাজত্ব ? কি তার পরিচয়? আমাদের তো রাজা নেই। আমরা তো স্বাধীন হযেছি সত্তর বছর আগে । আর এই হারামজাদাদেরই হাত থেকে । এই পরিবারের মাথাতেই আছে সেই রাজমুকুট যাতে আমাদের কোহিনূর আছে । সেই রাজ্ পরিবার যাদের নখের আঁচড়ে আমাদের দেশ আজ ত্রিধা বিভক্ত । যাদের দূরদর্শী পরিকল্পনায় মাজা ভেঙে দিয়েছে এক অতি উচ্চমেধার প্রাচীন জাতির । যাদের কর্মকান্ডে আমরা হয়েছি গরিব। ব্যবসায়ী থেকে হয়েছি কেরাণী । এখনো উদ্বাস্তু আর বর্ডার নিয়ে ব্যতিব্যস্ত পাঞ্জাব ও বাংলা । তাহলে কেন আমাদের এই নাচানাচি । রক্তমাখা হাত পুতির মাথায় রেখে ওই রাণী এলিজাবেথ কি করছে তা নিয়ে আমরা আমাদের মূল্যবান সময় কেন বরবাদ করছি ? এর থেকে তো তাপস পালের ভুঁড়ি নাচানো ভালো। ঘা গুলো তো শুকিয়ে যায়নি । এখনো সেই মানুষগুলো তো মরেনি যারা নিজেদের যৌবনে ওই পরিবারের নোংরামি সহ্যকরেছে। বাঙালি বাঙাল হয়েছে । হিন্দ মুসলমান দাঙ্গা করেছে । তাহলে কেন খুশি । শিশুর জন্মে ? সবার বাচ্চা হয় । কুকুরের বাচ্চাও হয় । কি তফাৎ রাস্তার ওই পাগলির বাচ্চা হওয়ার সাথে এর বাচ্চা হওয়ার । কালকের যারা দেশনায়ক আজ জন্মাচ্ছে কেউ কি জানতে পারছে তাদের খবর? কেউ কি খোঁজ নিচ্ছে আজকের ইয়ুথ আইকনদের বাবা হওয়ার ঘটনার । কেউ কি রেসে নাম দিয়েছে কোনো ভাবে নিজেদের জাতের নাম সেই বাচ্চার প্রসবের কোনো কিছুর সাথে জুড়ে দিতে ? না , জানতেও পারা যায়না তাদের খবর। হাসপাতাল থেকে বেরিয়ে হাত নাড়িয়ে দেখিয়ে দিয়ে গেলো , এবার তোমরা নাড়াও। খুব খারাপ লাগছিলো দেখতে। না শিশু কোলে নিয়ে রাজপরিবারকে নয় , উচ্ছাসে ফেটে পড়া ভারতীয়দের দেখে , ভারতীয় মিডিয়ার নাচ দেখে , ফেসবুকের বুকে আলোচনা দেখে । মানুষের উচ্ছাসের কারণ দেখে। সরি , পারলাম না। পারলাম না মেনে নিতে এই দাসত্বের উচ্ছাস , পারলাম না হতে সেই হাতি যে পলকা শিকল ভেঙে বেরোত পারেনা কারণ শৈশব কেটেছে শৃঙ্খলে। আমার জন্ম স্বাধীন  ভারতে । আমার জন্ম যুদ্ধের পর , শান্তির সময়ে যখন তীক্ষ্ন বাক্যবানে জর্জরিত শিশু মরছে টপকে আসার যন্ত্রনায় । দেশজুড়ে পাকিস্তান বাংলাদেশকে গালাগালি করছে লোকে , উঠছে টেরোরিজম , বেকারত্ত্বে বন্দুক ধরে নিজের লোককে ঝুলিয়ে  দিচ্ছে কসাইখানার আংটাতে । আমি পারলাম না ওদের হাসিতে সামিল হতে । এখনো পারিনি ব্রিটিশদের মেনে নিতে । কিন্তু দুপয়সার চাকুরে তো হয়তো কোনো দিন এদেরই পা চেটে দেখবো প্রয়োজন হলে । তবে আজ না , আজ পর্যন্ত না , পারলাম না ।

No comments:

Post a Comment