Monday, August 14, 2017

শঙ্খচিলের ক্ষুধা

এ আগুন , নিঃস্ব সাজায় শঙ্খচিলের বেড়া,
জানিনে কালকে আমার গতি , হয়তো পড়বে ধরা।
স্বার্থক খাদ্য হয়ে তৃষার আগুন করিব স্নিগ্ধ ,
অর্ধ পচন সারে জ্বলিব অর্ধ দগ্ধ।
আজ হবে কাল , বিষাদ রবে , সাঙ্গ হবে শান্তি।
কালকে আমি শঙ্খচিলের , সফেদ ভুলভ্রান্তি।
আকাশ থেকে পড়বে খসে শঙ্খচিলের ক্ষুধা ,
রক্তমুখে ফিরবে আকাশে অন্তঃ নির্দ্বিধা।
কেউ রবে না আমার পাশে , কেউ রবে না চিৎকারে।
একই আমি পড়ব খসে মৃত্যূকূলের সংসারে। 

No comments:

Post a Comment