Wednesday, August 3, 2016

অনিক ও শ্রী

ফুটন্ত তেলের এক বিন্দু ছিটকে এসে পরে অনিকের হাতে,
আনমনে বলে ওঠে , "হলুদটা আগে দিলে আর ছিটকাতো না। "
থেমে যায় ক্ষণেকের জন্যে,
মনে পরে শ্রী এর হাত টা - গোলগাল সাদা নরম হাতটা।
নতুন রান্না শেখা হাত দুটি , তখন মাঝে মাঝেই
রং বেরঙের ফোসকায় ভরে থাকত।
অনিক শিখিয়েছিল আগে তেল এ হলুদ দিলে তেল ছিটকোয় না।
শুনত না সে, বলত "পিসিমা হওয়া ছাড়ো তো."
বার্নল আর বরফ জল নিয়ে ছুটোছুটি করত অনিক।
আঁকড়ে ধরা এক অসহায় যন্ত্রনায় ছটফট করত অনিক।
আর শ্রী তাকিয়ে থাকত মিষ্টি হাসি নিয়ে।
তার কাছে ফোস্কার যন্ত্রণা থেকে ,
অনিকের শিশুসুলভ প্রেম তার কাছে অনেক মধুর ছিল।
অনিক চাইতো না , শ্রী ছাড়তো না।
অনিক বলে উঠত , "সেদ্ধ ভাত খেয়ে থাকি বরং।"
শ্রী বলত, "সাধের স্বাদে প্রেমের বিষ মাখাতে নেই।"
শ্রী এর হাতের ফোস্কাগুলো মনে পরে অনিকের,
নিজের হাতের দিকে তাকায় ,
অভ্যাস হারিয়ে দক্ষতার ভুলচুকের চাপ চাপ দাগ,
সে দাগ যেন ছেড়ে যেতে চায় না অনিক কে,
সে যেন তার উচ্চাকাঙ্খার এক এক বেত্রাঘাত।
অনুপস্থিত শ্রী র অপ্রাসঙ্গিক অভিব্যক্তির ইচ্ছায় স্মৃতি বিস্মৃতির দোলাচলে ,
উল্টে দেয় মাছটিকে ওপিঠ করে.
ইচ্ছা তার এই ভাবেই বর্তমানকে বিকৃত করে ,
সুস্বাদু করে তুলবে ভবিষ্যতের কোনো এক অমোঘ দিনের ব্যঞ্জন,
গ্রাস হবে সে নিয়তির।

No comments:

Post a Comment