Tuesday, May 19, 2015

ম্যাগির ওপর ব্যান

ম্যাগির ওপর ব্যান। .... ভাবা যায়। .. প্রাণ নিয়ে টানাটানি পরে যাবে কত লোকের।.. এই ধংসাত্বক অপঘাত নিয়ে একটা ভবিষ্যতবাণী। ...



শাদী ডট কম উঠছে ফেঁপে,
sunny leone বন্ধ,
"মা এবার মেয়ে খোঁজো"
প্রতি পরিবারে দ্বন্দ।
শিক্ষা ফিক্ষা চুলোয় যাক
রন্ধন পটু গিন্নি চাই,
অফিস ফেরত ক্লান্ত দেহে,
জিভের দ্বারা শান্তি চাই।
রেস্তোরাতে পরছে লাইন ,
রাঁধুনি পাওয়া দুস্কর,
MLA  MP  সবাই চাপে,
জনতা বলছে "Push" কর।
অপুষ্টিতে bachelorhood
মায়ের কান্না চেপে হাপানি রোগ ,
যেমন কুকুর তেমন মুগুর,
স্বাস্থ্য বিভাগ এবার ভোগ।
রোজই টিফিন ফিরছে বাড়ি,
ছোট্ট খুকি খিটখিটে ,
কলা পাউরুটি ডিম সেদ্ধ ,
খায় কি কেউ চেটেপুটে।
মাসকাবারি বাড়ছে খরচ ,
কর্তা বাড়ি ফিরছে না,
ওভারটাইম করে করেও ,
সান্ধ্যভজন জুটছে না।
কত ভাঙ্গন মিষ্টি প্রেম এ ,
কারণ, "রান্না করতে পারব না"
অপরদিকে "রান্না ছাড়া
কমিট করতে পারব না। "
নব সিলেবাসে ফুল পেপার ,
নতুন বিষয় "রন্ধন"
সকাল  বিকাল হেড দিদিমনি,
চুলোর দোড়ায় বন্ধন।
বহুদেশিক ব্যবসায়ীরা
তল্পিতল্পা গুটিয়ে কাট,
কর্মীরা সব করছে দেরী,
সকাল অফিস গড়ের মাঠ।
সমাজ তত্ত্ব উল্টে গেল ,
ইকোনমিক্স ও ধন্দে ,
সরকারও তবে পাল্টে যাবে ,
এবার , "ম্যাগি বন্ধে।"