Friday, March 14, 2014

দুখের সাথে সুখ

দুখের সাথে একটু সুখ,  দেব তোমার পাতে,
কান্না চেপে দমকা হাসি চাপবে তুমি হাতে,
যখন সকল  বন্ধ পথের , সামনে তুমি দাড়িয়ে
একটু এল তখন দেব শতেক যোজন ছাড়িয়ে।
জয়ের মালা রাখব দুরে, ভয়কে রাখব আগে,
জাগবে তুমি ভোরের আঁধারে সূর্যের অনুরাগে।
রাত্রির শেষে দিন আসবেই, দিনের শেষে রাত।
ক্লান্ত  নিঃস্বার হলেই কর্মঠ হবে হাত,
যদি পর ভেঙ্গে, শোনিতে রেঙে, চাওনা যদি কিছু,
কেমন করে সাফল্য আসবে হারের পিছু পিছু।
তাইত তোমায় দুঃখ দেব সুখের সাথে সাথে,
শুধু তুমি চেষ্টা কর, পড়ুক কড়া হাতে।
দেখবে যখন ফুটবে আলো সকল দুঃখ দুরে,
বসুন্ধরা করবে নৃত্য তোমার বাঁধা সুরে।

 ০৩/১৪/২০১৪

No comments:

Post a Comment