Sunday, March 23, 2014

হাসি কান্না

 সিক্ত নয়নে , অর্ধ শয়নে ছিলাম আমি  বসে 
 মনের মধ্যে , যত্ন করে , দুঃখগুলো  পুষে 
 আসলো পাশে , আলতো হেসে , বলল ভালবাসি 
 বদলেতে চাইগো শুধু  তোমার  মুখের  হাসি 
 বললাম  আমি," উদাস  মনে ,হাসব  কেমন করে"
 বলল হেসে , যেমন  কান্দ ঠিক  তেমন করে.
 হাসি কান্না  একই  ছবি  ভিন্ন অনুভূতি 
 দুটি  উপায় মনের তৃপ্তি নিঃস্ব  পরিনতি.
 এখন আমি  আয়না সমুখে দুখের জলে  ভাসি ,
 আনন্দাশ্রু গড়িয়ে চলে , নিজের পানে তাকিয়ে  আমি অট্যহাসি হাসি.

No comments:

Post a Comment