Monday, February 3, 2014

সরস্বতী জোরে ভাগে

সরস্বতী জোরে ভাগে, অশ্রু কমল লোচনে,
অষ্টাবক্র, শিক্ষাচক্র, গালাগালি বচনে।
নিত্যকালে, মিথ্যা বলে, শিক্ষাকালে গঞ্জনা,
ছাত্রজাতি, মারছে লাথি,মানছি না আর মানবো  না।
টুকলি খুলে, যাচ্ছে ভুলে, ইনডেক্স পেজ সন্ধানে,
সরস্বতীর, বন্ধ পুথি, মহিষাসুর বন্ধনে।
লাইনে পিষে, কলম ঘষে, পুড়ছে বাবা ফর্ম তুলে,
পড়ছে যারা, মরছে তারা, কুত্তাসম ঠ্যাং তুলে।
অর্থনীতি, ব্যর্থ স্মৃতি, কর্মখালি ব্যাংককে,
ঘুষ না দিলে, মরবি গিলে, KCN ও চকচকে।
ঝিঙ্কু নাচে, ক্যাবরা প্যাঁচে, হ্যালু গ্রীষ্ম বর্ষণে,
উঠছে রেগে, যাচ্ছে ভেগে, সভ্যতা কর্ণধর্ষণে।
ভুলছে ছন্দ, মহানন্দ, গদ্য লিখে পদ্য নাম,
সুর ও ঝাঁপা, কন্ঠ কাঁপা, কপাল মধ্যে ঝান্ডু বাম।
চিত্র দেখে, উঠছি কেঁপে, কে দেয় তারে এত দাম,
কুমোরটুলির, কর্মগুলির, কেউ না করে কোথাও নাম।
শিল্প সকল, পরছে বাকল, শকল সার বস্ত্র তার,
সরস্বতী জোরে ভাগে, হৃদয় করে অশ্রু ভার।
 

No comments:

Post a Comment