Saturday, February 15, 2014

কাব্য করা , শক্ত ভীষণ

কাব্য  করা , শক্ত   ভীষণ, কাব্য  না  কেও  বোঝে
মনের  বাক্য , বুঝতে  না  পায় , শুধুই  ছন্দ খোঁজে
জীবন  যখন  গদ্য  ময়  পদ্য  কিসের  লিখি
রাম  জাম  কাম শ্যাম  মিলিয়ে  পদ্য  লেখা  শিখি
শতেক  কথা  বলতে  যে  চাই  গল্প  নহে  তা
একটুকর  মনের  আভাস  ছড়িয়ে দিয়ে  যা
এইত  কবিতা , এইত  কাব্য , ছন্দ  না  তার  গতি
পরিমিত  কিছু  ভাষ্যে  মেলানো  চলতি  হঠাত   স্মৃতি
গদ্য  লেখায় , উদ্দেস্য  রয় , কাব্যে  শুধু  মন
সবাই  লেখায় , জীবন  খোঁজে , মেলায়  যে  কোন  জন
বাক্য  গুলো , দাঁড়ি   কমায় , হারিয়ে  যখন  যায়
বুঝতে  পারি , তখন  আমার , কাব্য  লেখা  পায়
প্রস্তুতি  তার  নিছক  স্বল্প  , পাতা  পেন  খোঁজা  শধু
বেরিয়ে  পরে , যা  ইচ্হা  সব , গোপন  জীবন  মধু
তাই  তো  কাহার  জন্য  লিখিনা  , লিখি  পরে  পড়ব বলে
তখন  ভাবব  কেমন  ছিলাম  মনের  দুয়ার  খুলে

Monday, February 3, 2014

সরস্বতী জোরে ভাগে

সরস্বতী জোরে ভাগে, অশ্রু কমল লোচনে,
অষ্টাবক্র, শিক্ষাচক্র, গালাগালি বচনে।
নিত্যকালে, মিথ্যা বলে, শিক্ষাকালে গঞ্জনা,
ছাত্রজাতি, মারছে লাথি,মানছি না আর মানবো  না।
টুকলি খুলে, যাচ্ছে ভুলে, ইনডেক্স পেজ সন্ধানে,
সরস্বতীর, বন্ধ পুথি, মহিষাসুর বন্ধনে।
লাইনে পিষে, কলম ঘষে, পুড়ছে বাবা ফর্ম তুলে,
পড়ছে যারা, মরছে তারা, কুত্তাসম ঠ্যাং তুলে।
অর্থনীতি, ব্যর্থ স্মৃতি, কর্মখালি ব্যাংককে,
ঘুষ না দিলে, মরবি গিলে, KCN ও চকচকে।
ঝিঙ্কু নাচে, ক্যাবরা প্যাঁচে, হ্যালু গ্রীষ্ম বর্ষণে,
উঠছে রেগে, যাচ্ছে ভেগে, সভ্যতা কর্ণধর্ষণে।
ভুলছে ছন্দ, মহানন্দ, গদ্য লিখে পদ্য নাম,
সুর ও ঝাঁপা, কন্ঠ কাঁপা, কপাল মধ্যে ঝান্ডু বাম।
চিত্র দেখে, উঠছি কেঁপে, কে দেয় তারে এত দাম,
কুমোরটুলির, কর্মগুলির, কেউ না করে কোথাও নাম।
শিল্প সকল, পরছে বাকল, শকল সার বস্ত্র তার,
সরস্বতী জোরে ভাগে, হৃদয় করে অশ্রু ভার।
 

Saturday, February 1, 2014

আর হবে না যাওয়া


এইতো  ছিল  , নেইত  কোথাও  , পাচ্ছি  নাকো  খুঁজে ;
ভগবান  জানে  কোথায়  আমি  দিয়েছি  মোজা  গুঁজে ;
কোথায়  গেল  wallet, আমার  কোথায়  গেল  ঘড়ি ,
সারা  ঘরে  দেখছি  শুধু , বই  এর  ছড়াছড়ি
ফাটছে  শরীর  ঠান্ডার  চোটে , পাচ্ছি   নাকো  jacket,
হারিয়ে  গেছে  রান্নাঘরে , cornflakes এর  packet
সাবান  গেছে  ফুরিয়ে , কিন্তু  inventory কোথায়
monkey টুপি  হারিয়ে  গেছে , পরবো  টা  কি  মাথায়
কি  জ্বালাতন  , চিরুনি  কোথায়  cream ও  গেছে  হারিয়ে
এমন  জায়গায়  paste ফেলেছি , দিলাম  আমি  মাড়িয়ে ;
রুমাল   গুলো  কোথায়  গেল  , tiffin বাক্স  হওয়া
ভিম  বার  শেষ  এবার  থেকে  paper plate এ  খাওয়া  .
আজকে  meeting, tie লাগবে , sure  কোথাও  দুলছে ;
উফ  পারিনা , চাবির  গোছা , কোথায়  এখন  ঝুলছে ;
office বেরোনো  বরই  কঠিন , কিছুই  না  যায়  পাওয়া
এই  শেষ  বার  , আর  হবে  না  তোমার  বাপের  বাড়ি  যাওয়া  ...