Saturday, January 4, 2014

বঙ্গনারীর রঙ্গবাক্যে সুধা , ওষ্ঠে ক্ষুধা, রঙ্গ ভরা অঙ্গে,
ভাষ্য ওঠে লাস্য করে বঙ্গনারীর সঙ্গে।
তিক্ষ্ণ নজর, সিক্ত করে, উচ্চাসা হয় ক্ষুন্ন,
সখ্য পেলে, দক্ষ পুরুষ হৃদয় ছিন্নভিন্ন।
বাগ্মী পিরিত, সরব চরিত, হরিৎ স্বপ্ন স্মার্ত,
প্রস্থানে তার, হৃদয় পাথার, স্থির চক্ষু আর্ত।
যুক্তি হারায়, চোখের তারায়, ইচ্ছা হারায় ধৈর্য,
কমল কোমল, স্পর্শ অনল, উধাও শক্তি তুর্য।
ক্ষনের মিলন, মৃদু চুম্বন, আলিঙ্গনে শান্তি,
অনন্ত লয়, অধীর সময়, বাস্তবে আসে ভ্রান্তি।
সকলি মিশায়ে, রয়েছে বিছায়ে, স্বপ্নালু এক সঙ্গ,
প্রেম ভালবাসা, আলোছায়া ঘেরা, বঙ্গনারীর রঙ্গ

No comments:

Post a Comment