Sunday, January 26, 2014

তুলোর দলা

একটুকু  তুই তুলোর দলা , বাঁচালি  মোদের  প্রাণ ,
নিকোটিনের বিষের জলে , করলি রে তুই স্নান .
কোন সে দুরে , নদীর  পাড়ে , কার্পাস ফুল ফোটে ,
স্পর্শ নিলাম , তাহার মোরা নিলাম তোরে ঠোঁটে .
তর পরশে , নরম হলো , চরম দুঃখ গুলো ,
counter এর অশালিনতায় , তোকে ভিজিয়ে দিল .
কেউ ধরল চিপ্টে তোকে , প্রথমা বৃদ্ধান্গুষ্টিতে
কেউবা ধরল জাপটে তোকে , আপন করাল মুষ্ঠিতে
সকলে তোর শুষলো  অঙ্গ , সার্থক হলো ক্ষণ ,
শুভ্র বসন হলুদ হলো , মলিন হলো মন .
শেষের  টানে ফিরে এলি তুই , আমার ঠোটের পরে
গরম স্পর্শে বুঝিয়ে দিলি "রাখিও না আর ধরে ".
দিলাম তোকে পিষ্ট করে , আপন পদতলে
এক টোকাতে   ছুড়লাম আমি , কর্দমাক্ত জলে .
শুষলি  নিকোটিনের জালা , সইলি   পদাঘাত ,
নিস্প্রান তোর দেহ সইবে , কত না অপঘাত .
বলবে তারাই নোংরা তোকে , যারা করেছে তোরে ভোগ্য
হয় রে তুলো , তামাক পিরিত , দিল কত না দুর্ভাগ্য .

No comments:

Post a Comment