Monday, January 20, 2014

গোধুলির ধানশীষ

গোধুলির ধানশীষ, সমীরণে দুলছে,
দুই নর নারী জুটি, দুরত্ব ভুলছে।
নর তার বিস্তার মনোহরা ভাষ্যে,
নারী দেয় উত্তর হাস্যে ও লাস্যে।
ম্লান রোদ মরে যায়, নর ভোলে সম্ভ্রম,
নারীও প্রসারি ওষ্ঠ, করে তারে সুগম।
হাতের ধানের শীষ, বয়ে চলে শরীরে,
অন্ধ প্রেম চেয়ে, নর দেখে নারীরে।
সুন্দর চোখ দুটি , আঁকা কোন আলপনা,
শুধু নিশ্চুপ বদ্ধ, কেন সখী খুলবেনা।
ভাবিয়া বিভোর হয়ে, লাগিয়া সে ধন্দে ,
ঢুকালো সে ধানশীষ , উত্থিত নাসারন্ধ্রে।
ডুবে গেল সূর্য বয়ে গেল গোধুলি,
উর্ধশ্বাসে নর, পশ্চাতে নারী ছোটে, হাতে জুতা তুলি।  

No comments:

Post a Comment